গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে ৫ পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
বুধবার (৩ মে) পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো- উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের আমুড়া গ্রামের মৃত আখদ্দছ আলীর ছেলে মোস্তাক আহমদ কুটি (৪০), আপ্তাব আলীর ছেলে তারেক মিয়া (২৩), মৃত আরকান আলীর ছেলে সেলিম আহমদ (৬০), আকদ্দছ আলীর ছেলে আপ্তাব আলী ওরফে মড়া (৪৮) ও ঘোগারকুল গ্রামের মৃত হোসেন আহমদের ছেলে এবাদুল হক প্রকাশ সুমন (২৪)।
পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের পৃথক অভিযানে উপজেলার বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.রফিকুল ইসলাম আসামিদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।