শুক্রবার (৫ মে) বিকেল ৩টার দিকে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নের কেওয়ালী পুলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত বজিন্দ্র শব্দকর উপজেলার তাজপুর ইউনিয়নের লাল কৈলাশ গ্রামের মৃত রাজিন্দ্র শব্দকরের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশ সুপার কার্যালয়ের সহকারি মিডিয়া অফিসার শ্যামল বণিক।