নুর মোহাম্মদ মোল্লা, সৌদি আরব : জনপ্রিয় নাশীদ শিল্পী, প্রবাসী নাশীদ ব্যান্ডের পরিচালক আরিফ রব্বানী "মুহাম্মাদ কা নাম" শিরোনামে উর্দু নাশীদ গেয়ে দর্শক মহলে সাড়া ফেলেছেন। ইতিমধ্যে দর্শক মহলে ব্যাপক প্রশংসিত হয়েছে তার নাশীদটি। ইউটিউব চ্যানেল Probashi Nasheed Band এ গত ৫ মে এটি রিলিজ হয়। নাশীদটি রিলিজ হবার পর থেকেই বাংলা ভাষাভাষীদের পাশাপাশি উর্দু ভাষীদের মাঝেও বেশ সুনাম কুড়াচ্ছে।
শিল্পী আরিফ রব্বানী এক সময়ে দেশের সাড়া জাগানো শিশুশিল্পী ছিলেন। শিশুকাল থেকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে তার প্রচুর অবদান। জেলা, বিভাগ ও জাতীয় পর্যায়ের নানান প্রতিযোগীতায় বারবার পুরস্কৃত হয়েছেন। ছোট্র জীবনে সঙ্গীতাঙ্গনে তার প্রাপ্তি অসীম। তার লিখা ও সুর করা অনেক গজল ইতিমধ্যে পাবলিশড হয়েছে। বরাবরের মতো সম্প্রতি "মুহাম্মাদ কা নাম" নাশীদটিও দ্যুতি ছড়াচ্ছে।
'মুহাম্মাদ কা নাম' নাশীদটিতে আরো কন্ঠ দিয়েছেন প্রবাসী নাশীদ ব্যান্ডের নির্বাহী পরিচালক আহমাদ জোবায়ের ইবরাহিমী, সঙ্গীত পরিচালক আহমেদ মাহফুজ সহ অন্যান্য শিল্পীরা। অভিনয়ের মাধ্যমে নবীজি সাঃ এর আদর্শ কে ফুটিয়ে তোলা হয়েছে নাশীদটিতে।