শনিবার (১৩ মে) সকাল সাড়ে সাতটায় সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার সকাল সাড়ে সাতটায় ঢাকার এলিপ্যান্ট রোড নিউ মার্কেট এলাকা থেকে গ্রেপ্তারী পরোয়ানাভুক্ত সুন্দরী দেবীকে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে ৯টি সাজাসহ মোট ১০টি মামলা রয়েছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী মাহমুদ বিষয়টি নিশ্চিত করে জানান, তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।