নিজস্ব প্রতিবেদক : সিলেট সাব রেজিস্ট্রার অফিসে কর্মরত বাংলাদেশ এক্সট্রা মোহরার( নকল নবিশ) এসোসিয়েশন সিলেট জেলা শাখার দ্বিবার্ষিক কমিটি গঠন করা হয়েছে।
গতকাল শুক্রবার (১৯ মে) রাতে নগরীর একটি অভিজাত হোটেলে সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত মেয়র পদপ্রার্থী আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট জজকোর্টের পি, পি ওজেলা আওয়ামীলীগের সহ সভাপতি অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আসাদ উদ্দিন আহমদের উপস্থিতিতে নতুন এই কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি হেমায়েত উদ্দীন।
এ সময় উপস্থিত ছিলেন যুব লীগের সিলেট জেলা সভাপতি ও বালাগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ভি পি শামিম আহমদ, এসোসিয়েশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. দেলোয়ার হোসেন, ঢাকা জেলা শাখার সভাপতি আওলাদ হোসেন, ঢাকা জেলা শাখার সাধারণ সম্পাদক শামিনুর রহমান সৈকত প্রমুখ।
নতুন কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. মুহিবুর রহমান, সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন জনপ্রিয় অভিনেতা ও ইত্যাদি'র নিয়মিত অভিনয়শিল্পী বেলাল আহমেদ মুরাদ, সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন রোকশানা খানম।
এসময় আরো উপস্থিত ছিলেন সাব রেজিস্ট্রার অফিসের নকল নবিসবৃন্দ ও নকল নবিসের সাবেক নেতৃবৃন্দ নতুন কমিটিকে অভিনন্দন জানিয়ে আনোয়ারুজ্জান চৌধুরী বলেন, মুরাদ তার নাটকের মাধ্যমে বিশ্বজুড়ে সিলেটের প্রতিনিধিত্ব করছে, সে আমার অত্যন্ত প্রিয় ছোট ভাই। আশাকরি নতুন এই দায়িত্ব তাকে ও তার কমিটিকে আরো অনেকদূর নিয়ে যাবে, যেখানে সাধারণ মানুষের কল্যাণে কাজ করার সুযোগ থাকবে। নতুন কমিটির সদস্যরা পরে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেলের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।