বৃহস্পতিবার (১৮ মে) বেলা আড়াইটায় সিলেটের শাহী ঈদগাহ ময়দানে সিলেটের এই প্রবীণ আলেমের জানাযার নামায সম্পন্ন হয়।
জানাযার নামাজে ইমামতি করেন তাঁর বড় ছেলে, দরগাহ মাদরাসার মুহাদ্দিস মাওলানা এনামুল হক জুনাইদ।
জানাযা শেষে তাঁর লাশ হযরত শাহজালাল (র.) মাজার সংলগ্ন কবরস্থানে লাশ দাফন করা হয়।
এর আগে সিলেটের বিশিষ্ট আলেম মাওলানা মুফতি মুহিব্বুল হক গাছবাড়ি বুধবার (১৭ মে) সন্ধ্যা ৬টা ৫০ মিনিটের দিকে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা গেছে, সন্ধ্যায় জামিয়া কাসিমুল উলূম দরগাহ হযরত শাহজালাল (র.) সিলেট- এ নিজের অফিস কক্ষে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। তাৎক্ষণিক তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।