বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আলোচিত সিলেট'র সকল পাঠক, প্রতিনিধি ও বিজ্ঞাপন দাতাদের শুভেচ্ছা জানিয়েছেন পত্রিকাটির সম্পাদক আব্দুল আজিজ বাবর।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- মুসলমানদের বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব, ঈদ মানে সাম্য, ঈদ আমাদের মাঝে খুশির বার্তা নিয়ে হাজির হয়, ঈদ মুসলমানদের জন্য এক আনন্দঘন দিন। এ আনন্দ ছড়িয়ে পড়ে সবার মাঝে, সারা বিশ্বে।
তিনি বলেন- ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। তাই পবিত্র এই ঈদের দিনে সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা 'ঈদ মোবারক।'