কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জে ডাকাতি মামলার পরোয়ানাভূক্ত সোহেল ডাকাতকে গ্রেপ্তার করেছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাত সাড়ে ১২টায় উপজেলার টুকেরবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে কোম্পানীগঞ্জ থানার এসআই (নিঃ) আজিজুর রহমানের নেতৃত্বে একটি টিম।
সে কোম্পানীগঞ্জের ৬নং দক্ষিণ রণিখাই ইউনিয়নের পশ্চিম বর্ণি গ্রামের বাসিন্দা এরশাদ আলীর ছেলে।
তাঁর বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় ৪ টি ডাকাতি মামলা ও ১ টি হত্যা মামলাসহ আরও অন্যান্য মামলা রয়েছে।
কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায় জানান, সোহেল ডাকাত কোম্পানীগঞ্জ থানা এলাকায় ডাকাত চক্রের একজন সক্রিয় সদস্য। গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী গ্রেপ্তার ও মাদক বিরোধী অভিযান পরিচালনার সময় তাকে আটক করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।