নিহত নুর উদ্দীন (২৬) উত্তর ঢালার গ্রামের আবু তাহেরের ছেলে।
বৃহস্পতিবার (১৩ এপ্রিল) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ এসে নুর উদ্দিনের লাশ উদ্ধার করে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশ ঘটনাস্থলে লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করছে।
কোম্পানীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে কেউ যুবককে ছুরিকাঘাত করে নদীতে ফেলে দিয়েছে।