আহমেদ রামিম, ফ্রান্স প্রতিনিধি : ফ্রান্সের স্থানীয় মসজিদগুলোতে যথাযোগ্য মর্যাদায় বিপুল উৎসাহ-উদ্দীপনায় উদযাপিত হয়েছে মুসলিম সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর।
ঈদ উপলক্ষে ফ্রান্সে বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টার-ইস্তা, ওভারভিলিয়েস্থ বাংলাদেশ জামে মসজিদ, গ্রান্ড মস্ক দূ পন্তা, জাতীয় মসজিদ গ্রান্ডমস্ক দূ প্যারিসে এবং ক্লিনকোর্ট মসজিদে সকাল ৭ টা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত বেশ কয়েকটি জামাত অনুষ্ঠিত হয়।
ফজরের নামাজের পরপরই ঈদের জামাতে অংশ নিতে স্থানীয় মসজিদগুলোতে জড়ো হন বিভিন্ন দেশের নাগরিক, প্রবাসী বাংলাদেশিসহ সকল দেশের ধর্মপ্রাণ মুসল্লিরা। নামাজ শেষে বিশ্বের মানুষের শান্তি কামনায় ও দোয়া করা হয়।
নামাজ শেষে দেশে থাকা স্বজনদের কথা মনে করে আবেগ আপ্লুত হয়ে পড়েন প্রবাসী বাংলাদেশিরা।
রাজধানী প্যারিস ছাড়াও ফ্রান্সের অন্যান্য প্রধান শহর তুলুজ, মার্সেই, লিল সহ বেশ কয়েকটি শহরেও বাংলাদেশি প্রবাসীরা উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ঈদ উদযাপন করেছে।