নিজস্ব প্রতিবেদক : রোটারি ক্লাব অব সিলেট সিনারজির উদ্যোগে অসহায় মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (১৭ এপ্রিল) সিলেট জেলার হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমি প্রাঙ্গণে এ ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা পরিষদের সদস্য এড :ফেরদৌস মিয়া।
এসময় উপস্থিত ছিলেন- রোটারি ক্লাব অব সিলেট সিনারজির প্রেসিডেন্ট রোটাঃ এম ইকবাল হোসেন, চাটার্ড প্রেসিডেন্ট রোটাঃ আব্দুর রহমান, সেক্রেটারি সৈয়দ ফরহাদুর রব, ট্রেজারার মো: আবুল কালাম মিটু, হাজী শফিকুর রহমান আইডিয়াল একাডেমির পরিচালক আক্তার হোসেন প্রমুখ।