গোলাপগঞ্জ প্রতিনিধি : প্রায় ২৩ ঘন্টা পেরিয়ে গেলেও গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দিরেশ দাস (৭০) নামে সেই বৃদ্ধের খুঁজ মিলেনি।
সোমবার (১০ এপ্রিল) সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত টানা ৩ ঘন্টা তলিয়ে যাওয়া স্থানে উদ্ধার কার্যক্রম চালায় ফায়ার সার্ভিসের ডুবুরি দল। নিখোঁজ বৃদ্ধের খুঁজ না পেয়ে উদ্ধার কার্যক্রম সমাপ্ত করে চলে যায় ডুবুরি দল।
বিষয়টি নিশ্চিত করে কুশিয়ারা পুলিশ ফাঁড়ির এএসআই শেখর চক্রবর্তী বলেন, সকাল ৮ থেকে ১১টা পর্যন্ত ৩ ঘন্টা ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কার্যক্রম পরিচালনা করেও নিখোঁজ বৃদ্ধকে খুঁজে পায়নি। পরবর্তীতে ফায়ার সার্ভিসের ডুবুরি দল চলে যায়। তবে স্থানীয়রা খুঁজ নিচ্ছেন নদীতে জীবিত বা মৃত্যু অবস্থায় পাওয়া যায় কিনা।
উল্লেখ্য, গতকাল রোববার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে ঘাস পরিস্কার করতে স্ত্রীকে সাথে নিয়ে কুশিয়ারা নদীতে যান তিনি। ঘাস পরিস্কার শেষে নদীতে গোসল করতে লাগলে হঠাৎ শরীরে অসুস্থতাবোধ করেন। এসময় সাথে সাথে তিনি নদীতে তলিয়ে যান। স্ত্রী চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। পরবর্তীতে তার স্ত্রী বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে অনেক খুঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে কুশিয়ার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হলে তাদের ডুবুরি দল না থাকায় তারা ঘটনাস্থলে যায়নি। এরপর রাত ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
নিখোঁজ বৃদ্ধ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।