গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জুয়া খেলার সরঞ্জাম ও নগদ টাকাসহ ৮ জুয়াড়িকে আটক করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শনিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের মীরগঞ্জ বাজারে করিম টেইলার্সের ভিতরে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের ফতেপুর গ্রামের মো. নজরুল ইসলাম (৫০), শেখপুর গ্রামের আব্দুল করিম (৫২), মো. নিজাম উদ্দিন (৫২), শৈলেন্দ্র দাশ কুটি (৪০), আব্দুল করিম (৪৬), করিম টেইলার্সের স্বত্বাধিকারী আব্দুল করিম (৫০), নজরুল ইসলাম মাখন মিয়া (৫৫) ও পলাতক আসামী মো. মিনহাজ উদ্দিন জেলু (৫৫)।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাত ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের
মীরগঞ্জ বাজারে করিম টেইলার্সের ভিতর থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে ১০৪ টি জুয়া খেলার তাস ও নগদ ১৭০১০ টাকা জব্দ করা হয়।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, আসামিদের আটকের পর আদালতে প্রেরণ করা হয়েছে।