নিজস্ব প্রতিবেদক : বিয়ানীবাজারে ৩ কেজি গাঁজাসহ বদই মিয়া (৩২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিয়ানীবাজার মডেল থানা পুলিশ।
শনিবার (২২ এপ্রিল) দুবাগ ইউনিয়নের পাঞ্জিপুরি জিরোপয়েন্ট-মইয়াখালী রোডে ভাংগা পুলের উপর থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশ।
বদই মিয়া (৩২) উত্তর দুবাগের রফিক মিয়ার ছেলে।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা পুলিশের সহকারী মিডিয়া কর্মকর্তা শ্যামল বণিক।