বিজ্ঞপ্তি : পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের সভাপতি এম আব্দুল জলিল।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন- ঈদ শান্তি, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের অনুপম শিক্ষা দেয়। হিংসা ও হানাহানি ভুলে মানুষ সাম্য, মৈত্রী ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়। পবিত্র ঈদুল ফিতর এই আনন্দঘন দিনে মানুষে মানুষে প্রীতি ও বন্ধনের যোগসূত্রের মাধ্যমে দূর হয়ে যাক সকল অনৈক্য, বিভেদ।
তিনি বলেন- ঈদ এমন একটি নির্মল আনন্দের আয়োজন যেখানে মানুষ আত্মশুদ্ধির জন্য পরস্পরের মিলন বন্ধনের ঐক্যবদ্ধ হওয়া এবং খুশী সমভাগাভাগি করে নেওয়া। নিজেদের অতীত জীবনের সব পাপ-কুলুশতা থেকে মুক্ত হয়ে পবিত্র অনুভুতি ধারন করেই পুর্নতা লাভ করে পবিত্র ঈদের খুশী। তাই পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সকল সংবাদকর্মী সহকর্মীবৃন্দ ও দেশ-বিদেশে বসবাসরত সবাইকে, জানাই ঈদ মোবারক।