কোম্পানীগঞ্জ প্রতিনিধি : সিলেটের কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সোমবার সকালে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল রানার সঞ্চালনায় সভাপতিত্বে করেন প্রেসক্লাবের বর্তমান ও প্রতিষ্ঠাতা সভাপতি আবুল হোসেন।
পুনর্মিলনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি তারিকুল ইসলাম, সহ সভাপতি মাসুক রানা, যুগ্ম সাধারণ সম্পাদক সোহরাব আহমদ, কোষাধ্যক্ষ মীর আল মমিন, পাঠাগার সম্পাদক জয়নাল আবেদীন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক এখলাছ আলী, দপ্তর সম্পাদক কবির আহমদ, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক সুজন আহমদ, সদস্য যথাক্রমে কবির হোসেন, উমর আলী, নোমান আহমদ, টুকেরগাঁও আদর্শ ক্লাবের সমাজ কল্যাণ সম্পাদক মুর্শেদ আলম প্রমুখ।
