ফাহিম আহমদ : 'ডিজে ট্রাক'। ঈদ এলে সড়কে দেখা মিলে। এ বছরও পবিত্র ঈদুল ফিতরে ঘুরতে যাওয়া উঠতি বয়সী তরুণরা ট্রাকে করে স্পিকারে উচ্চস্বরে গান বাজিয়ে ছুটছেন বিভিন্ন প্রান্তে। এসব ট্রাকে গানের শব্দে অতিষ্ঠ সাধারণ জনগণ। তারা মানে না মসজিদ, গোরস্থান, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজারহাট। বিভিন্ন সময় দুর্ঘটনার কবলে পড়ে এ সকল গাড়ি। ফলে প্রাণ হারাতে হয় অনেক তরুণ-যুবকদের। তাদের বিরুদ্ধে গোলাপগঞ্জের জনগণ আইনী ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
সিলেট-জকিগঞ্জ সড়কে ঈদের দিন থেকে দেখা যাচ্ছে 'ডিজে ট্রাক'র। হৈ-হুল্লোড় করে বিভিন্ন বিনোদন কেন্দ্রে ১০/১৫ জন করে তরুণ-যুবকরা গান বাজিয়ে ছুটছেন। প্রতিদিন কম করে হলেও সিলেট-জকিগঞ্জ সড়কে প্রায় অর্ধশতাধিক 'ডিজে ট্রাক'র দেখা মিলে।
শরীফ উদ্দিন নামে এক বৃদ্ধ বলেন, 'প্রতিদিন তারা গান বাজিয়ে সড়ক দিয়ে যায়। নামাজের সময়ও তারা মানে না।'
শাওন আহমদ নামে আরেক যুবক বলেন, 'এদের কারণে সাধারণ জনগণের খুবই কষ্ট হয়। ঈদ এলে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় তারা। এদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণ করা জরুরি।
গোলাপগঞ্জ মডেল থানার এসআই সুমন বলেন, তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।