গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে হাওরতলা সামাজিক উন্নয়ন সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) বিকেলে উপজেলার ভাদেশ্বর ইউনিয়নের হাওরতলা নয়াগাঁও ঈদগাহ মাঠে এ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় গোলাপগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার আব্দুল আহাদের সভাপতিত্বে ও ক্বারী মো.আমির হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুর কাদির শাফি এলিম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন- গোলাপগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য জয়নাল আবেদীন, হাওরতলা মানিককোনা মুহিউসসুন্নাহ মাদ্রাসার মুহতামিম মাওলানা হিফজুর রহমান, হাওরতলা সামাজিক উন্নয়ন সংস্থার এডমিন পেনেলের সদস্য আলী হোসেন।
স্বাগত বক্তব্য রাখেন- হাওরতলা সামাজিক উন্নয়ন সংস্থার এডমিন পেনেলের সদস্য কয়েছ আহমদ কাওছার।
এসময় উপস্থিত ছিলেন- হাওরতলা সামাজিক উন্নয়ন সংস্থার এডমিন পেনেলের সদস্য মো.জিলাল আহমদ, ফয়েজ আহমদ, সালিক আহমদ, আলী হোসেন, রায়হান উদ্দিন, আমির হোসেন, জুনেদ আহমদ, শাকিল আহমদ, সংস্থার সদস্য নমান মিয়া, ছিদ্দিকুর রহমান, ফাহিম আহমদ, রাশেদ আহমদ, সাইফুর রহমান, আবু হামজা, সাদীকুর রহমান, আব্দুস সবোর, সাহেদ আহমদ, আরিফুল ইসলাম লিটু, আরিফুল ইসলাম টিটু, মো.আনোয়ার হোসেনসহ বাংলাদেশের প্রতিনিধিবৃন্দ।
ইফতার মাহফিল পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন হাওরতলা নয়াগাঁও জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা আবুল হোসেন।
এছাড়া ইফতার মাহফিলে এলাকার সর্বস্থরের মানুষ উপস্থিত ছিলেন।