গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে মো.দেলোয়ার হোসেন (৩৬) নামে ডাকাতি ও অস্ত্র মামলার এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশ।
শুক্রবার (২৮ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় উপজেলার পৌর শহরের চৌমুহনী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামি উপজেলার বাদেপাশা ইউনিয়নের কেওটকোনা গ্রামের আব্দুল গফুরের ছেলে।
পুলিশ জানায়, আসামির বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় ৫টি ডাকাতি, অস্ত্র মামলাসহ ৮টি মামলা রয়েছে। ওই সকল মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শুক্রবার বিকেলে তথ্য প্রযুক্তির সহায়তায় গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক আহমদ হোসেন সুমনের নের্তৃত্বে এক দল পুলিশ তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকাজে তথ্য প্রযুক্তিগত সহায়তা প্রদান করেন পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকার ও মো. দেলোয়ার হোসেন।
গোলাপগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে ৩টি মামলার পরোয়ানা রয়েছে।