গোলাপগঞ্জ প্রতিনিধি : সিলেটের গোলাপগঞ্জে জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য মো. আতাউর রহমান আতার উদ্যোগে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্নে এ আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় শ্রমিক পার্টির কেন্দ্রীয় কমিটির সহসভাপতি ও জেলা শ্রমিক পার্টির সভাপতি শামসুজ্জামান বাবুলের সভাপতিত্বে ও জেলার সাংগঠনিক সম্পাদক রাজন আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন- জেলার সিনিয়র সহসভাপতি জালাল আহমদ চৌধুরী, সহসভাপতি নুরুল আমিন, জাতীয় যুব সংহতি বিয়ানীবাজার উপজেলার সভাপতি মুকিত আহমদ, সমাজসেবী ছয়েফ আহমদ চৌধুরী।
এসময় সভাপতি শামসুজ্জামান বাবুল বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে আতাউর রহমান আতাকে জাতীয় পার্টির মনোনয়ন প্রদান করতে হবে। যদি ওনাকে সিলেট-৬ আসনে মনোনয়ন দেওয়া হয় তাহলে তিনি বিজয় অর্জন করবেন ইনশাআল্লাহ।
এসময় উপস্থিত ছিলেন- সিলেট জেলা শ্রমিক পার্টির দপ্তর সম্পাদক হোসাইন আহমদ, পৌর সদস্য আব্দুল হাকিম, সালে আহমদ, জায়েদ আহমদ, রাহিন আহমদ, আরমান আলী, আলী হায়দার, রাজন আহমদ, কামরুল আহমদ, আলী হোসেন, খলু আহমদ, আজমল আহমদ, সেলিম আহমদ প্রমুখ।
ইফতার মাহফিল পূর্ববর্তী দোয়া পরিচালনা করেন হাফিজ আব্দুল কুদ্দুস।