গোলাপগঞ্জ প্রতিনিধি : ৯ ঘন্টা পরও গোলাপগঞ্জে কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ দিরেশ দাস (৭০) নামে সেই বৃদ্ধের খুঁজ মিলেনি।
রোববার (৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেন গোলাপগঞ্জ মডেল থানার উপপরিদর্শক পার্থ সারথি দাস৷
তিনি বলেন- বিকেলে নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ সেই বৃদ্ধের খুঁজ এখনো পাওয়া যায়নি। আগামীকাল সোমবার (১০ এপ্রিল) সকালে সিলেট থেকে ডুবুরি দল এসে নদীতে নেমে তার খুঁজ করবেন।
এর আগে রোববার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের পাশে কুশিয়ারা নদীতে ঘাস পরিস্কার করতে স্ত্রীকে সাথে নিয়ে কুশিয়ারা নদীতে যান তিনি। ঘাস পরিস্কার শেষে নদীতে গোসল করতে লাগলে হঠাৎ শরীরে অসুস্থতাবোধ করেন। এসময় সাথে সাথে তিনি নদীতে তলিয়ে যান। স্ত্রী চেষ্টা করেও তাকে আটকাতে পারেননি। পরবর্তীতে তার স্ত্রী বাড়িতে গিয়ে বাড়ির লোকজনকে খবর দিলে তারা এসে অনেক খুঁজাখুঁজির পরও তাকে খুঁজে পাননি। খবর পেয়ে কুশিয়ার পুলিশ ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে ছুটে যায়। গোলাপগঞ্জ ফায়ার সার্ভিসে জানানো হলে তাদের ডুবুরি দল না থাকায় তারা ঘটনাস্থলে যায়নি। এরপর রাত ৯টার দিকে গোলাপগঞ্জ মডেল থানার একদল পুলিশ ঘটনাস্থলে যায়।
নিখোঁজ বৃদ্ধ উপজেলার বাদেপাশা ইউনিয়নের বাগলা ছয়ঘড়ি গ্রামের মৃত রমেশ দাসের ছেলে।