সম্প্রতি ভারতের বিহারের খাগাড়িয়া জেলায় ঘটেছে এরকমই এক আজব ঘটনা।
২০০৯ সালে বিয়ে হয় নিরাজ ও রুবি দেবীর। বিয়ের পর চার সন্তান নিয়ে দিব্যি সংসার করছিলেন এই দম্পতি। হঠাৎ একদিন মুকেশ নামে এক লোকের সঙ্গে স্ত্রী রুবির গোপন সম্পর্কের কথা জানতে পারেন নিরাজ।
এরপর ২০২২-এর ফেব্রুয়ারিতে পালিয়ে গিয়ে মুকেশকে বিয়ে করে ফেলেন রুবি। এ ঘটনা জানতে পেরে মুকেশের বিরুদ্ধে তার স্ত্রী রুবিকে অপহরণের মামলা করেন নিরাজ।
নিরাজ জানায়, ‘গ্রাম পঞ্চায়েত বিষয়টি সমাধান করতে চাইলে মুকেশ রাজি না হয়ে পালিয়ে যায়। তারপর থেকেই সে পলাতক।’
এদিকে মুকেশও ছিলেন বিবাহিত। তারও রয়েছে দুই সন্তান। স্ত্রীর পালিয়ে যাওয়ার প্রতিশোধ নিতে গত মাসে বিয়ে করে ফেলেন নিরাজও। কাকে বিয়ে করেছে জানেন? মুকেশের স্ত্রীকে। এখানেই শেষ নয়! সবচেয়ে মজার বিষয় হলো, মুকেশের স্ত্রীর নামও রুবি!
সূত্র: টাইমস নাউ নিউজ
