নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা পরিষদ নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য ৩নং ওয়ার্ড (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) থেকে সদস্য পদে আবারো নির্বাচিত হয়েছেন হাসিনা বেগম।
সোমবার (১৭ অক্টোবর) সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সংরক্ষিত মহিলা সদস্য পদে হাসিনা বেগম ফুটবল প্রতিক নিয়ে ১৮৫ (গোলাপগঞ্জ ১১৪ ও বিয়ানীবাজারে ৭১) ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দী রোমানা আফরোজ মাইক প্রতিক নিয়ে ৬৫ ভোট (গোলাপগঞ্জ ৩০ ও বিয়ানীবাজার ৩৫) ভোট এবং সালমা রহমান ঘড়ি প্রতিক নিয়ে ৫৪ ভোট (গোলাপগঞ্জ ৩৭ ও বিয়ানীবাজার ১৭) পেয়েছেন।
