নিজস্ব প্রতিবেদক : সিলেটের সুনামধন্য প্রথম বেসরকারি ইউনিভার্সিটি সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ডিবেটিং ক্লাবের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টায় ইউনিভার্সিটির হল রুমে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিবেটিং ক্লাবের আয়োজনে আইন বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টার ও প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় বিরোধী দল জয় লাভ করে। বিতর্কে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয় আইন বিভাগের প্রথম বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী মোঃ লোকমান মিয়া।
বিচারক হিসেবে ছিলেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সভাপতি সুমন আহমেদ, সাধারণ সম্পাদক কে আর চৌধুরী ইমন।
বিতর্কের বিষয় ছিলো "এই সংসদ মনে করে, বাংলাদেশ স্বাধীনতার স্বপ্ন পূরণে সঠিকভাবে এগিয়ে যাচ্ছে"।
বিতর্কে অংশগ্রহণকৃত সবাইকে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান ক্লাবের সভাপতি সুমন আহমেদ ও সাধারণ সম্পাদক কে.আর চৌধুরী ইমন।
আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক সাংবাদিক কবির আহমদ।
