বালাগঞ্জ প্রতিনিধি : চলমান শুকনো মওসুম শুরু থেকেই বালাগঞ্জের খাল-বিল, নদী-নালা, পুকুর-ডোবার পানি দ্রুত হ্রাস পাচ্ছে। সেই সঙ্গে সিলেটের বালাগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গায় মাছ ধরার ধুম পড়েছে।
প্রতিটি জায়গায় এখন মাছ ধরার উৎসব চলছে। ভোর হতে না হতেই শুরু হয় মাছ ধরার পালা। শিশু-কিশোর থেকে শুরু করে আবালবৃদ্ধবণিতা সকলেই মাছ ধরার উৎসবে মেতে উঠে। সকলেই উড়াইন্যা জাল, ঠ্যালা জাল, উইন্যা, পলো প্রভৃতি নিয়ে এবং শিশু-কিশোররা খালি হাতেই খালে-বিলে নেমে পড়ে।
সরজমিনে গিয়ে দেখা যায় বালাগঞ্জ বড়ভাগা নদীতে কয়েকটি স্থানে মাছ ধরা হচ্ছে। এখানে যে মাছ ধরা পড়ে বেশি টেংরা, পুঁটি, খইলসা, শোল, টাকি, বোয়াল, চিকরা, বাইন, কাতলা, সিলভার কার্প প্রভৃতি মাছ ধরা হচ্ছে ।
