আলোচিত সিলেট ডেস্ক : সুনামগঞ্জের দিরাইয়ে ১০ বছরের শিশুকে ধর্ষণের ঘটনায় আসামি আব্দুল আহাদকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার দুপুর ২টার দিকে সিলেট মেট্রোপলিটন এলাকার এয়ারপোর্ট থানার পীরেরগাঁও থেকে র্যাবের সহযোগিতায় তাঁকে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল আলম।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার ১৫ সেপ্টেম্বর রাত ৭টার দিকে আনোয়ারপুর গ্রামের শিশু (১০) বাড়ির পাশের দোকানে যায় বাবার কাছ থেকে সিঙ্গারা কেনার টাকা আনতে। কিন্তু তার পিতা টাকা না দিলে সে চলে আসে। বাড়ি ফেরার পথে আব্দুল আহাদ শিশুকে সিঙ্গারা কিনে দিব বলে জোর করে ধর্ষণ করে। ঘটনার পর কাঁদতে কাঁদতে শিশুটি বাড়িতে এসে তার মাকে এসব কথা জানায়। এসময় শিশুটির প্রচুর রক্তক্ষরণ হলে তাৎক্ষণিক তাকে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যাওয়া হয়। পরে শিশুটিকে উন্নত চিকিৎসা ও আলামত সংরক্ষণের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করে হাসপাতাল কর্তৃপক্ষ।
এ ঘটনার ১ দিন পর শনিবার রাত ১০টার দিকে শিশুটির মা বাদী হয়ে অভিযুক্ত ব্যক্তি দিরাই পৌরসভার আনোয়ারপুর (উলুকান্দি) গ্রামের আব্দুল আহাদ (৪৫) কে আসামি করে দিরাই থানায় মামলা দায়ের করে।
