গোলাপগঞ্জ প্রতিনিধি : বিভাগীয় ৪ নেতাসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের উপর মামলার প্রতিবাদে বিভাগীয় নির্দেশনায় গোলাপগঞ্জে সিলেট-জকিগঞ্জ সড়ক বন্ধ করে দিয়েছেন সব ধরণের শ্রমিকরা।
বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৭টার দিকে এঘটনা ঘটে। এ রিপোর্ট লেখা পর্যন্ত সড়ক এখনো বন্ধ রয়েছে।
শ্রমিক নেতৃবৃন্দরা জানান, তাদের বিভাগীয় ৪ নেতাসহ অজ্ঞাত আরও ৩০/৩৫ জনের উপর মামলার প্রতিবাদে বিভাগীয় নির্দেশনায় তারা সড়ক বন্ধ করে দিয়েছেন। যতক্ষণ পর্যন্ত তাদের কাছে অবরোধ তুলে নেওয়ার নির্দেশনা না আসবে ততক্ষণ পর্যন্ত তারা অবরোধ চালিয়ে যাবেন।
এদিকে প্রায় ১ঘন্টা ধরে সড়ক বন্ধ করায় সড়কের দু'পাশে শতশত গাড়ি আটকা পড়েছে। যে কারণে ভোগান্তিতে পড়েছেন হাজারো মানুষ। উপজেলার হেতিমগঞ্জেও শ্রমিকরা সড়ক বন্ধ করে দিয়েছেন বলে খবর পাওয়া গেছে।
