গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে "সূচনা অপুষ্টি চক্র প্রতিরোধে একটি প্রয়াস" স্লোগানে এফসিডিও ও ইউরোপীয়ান ইউনিয়নের আর্থিক সহযোগীতায়, আরডিআরএস বাংলাদেশ সূচনা কর্তৃক সরকারী-বেসরকারী সেবা প্রদানকারী ও জনসাধারণের সাথে সূচনা প্রকল্পের ভাল অভ্যাস সমূহের প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৪ আগস্ট) দুপুর ১২ টায় উপজেলার ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস এম আব্দুর রহিমের সভাপতিত্বে ও সূচনার গভর্নেন্স কমিউনিটি ডেভেলপমেন্ট কর্মকর্তা সেলিম রেজার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল আহাদ।
এসময় উপস্থিত ছিলেন- সূচনার উপজেলা সমন্বয়কারী মাহফুজার রহমান, এমএ রেজাউল কাদির, এমও আব্দুল হালিম, এফডিও পঙ্কজ কুন্ডু, টিও রফিকুল ইসলাম, ইউনিয়ন কো-অর্ডিনেটর নাজমুল ইসলাম প্রমুখ।
অনুষ্ঠানে ঢাকাদক্ষিণ ইউনিয়নের সূচনার উপকারভোগীরা তাদের বিভিন্ন উন্নয়নমূলক দিক তুলে ধরেন।
