আলোচিত সিলেট ডেস্ক : দেশের অন্যতম দ্বিতীয় বৃহত্তম বিনোদন কেন্দ্র মাধবকুণ্ড ইকোপার্কে বান্ধবীদের বেড়াতে নিয়ে একটি আবাসিক হোটেলে সামাজিকতার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৮ আগস্ট) দুপুরে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
এঘটনায় থানার এসআই জাহেদ আহমদ বাদী হয়ে গ্রেফতারকৃতদের বিরুদ্ধে থানায় মামলা করেছেন। বিকেলে পুলিশ তাদেরকে আদালতে সোপর্দ করেছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে- বড়লেখা উপজেলার গ্রামতলার আব্দুস সামাদ (২৬), চান্দগ্রামের আব্দুল হান্নান (২৭), হরিপুরের জাকির হোসেন (২৭) ও কুলাউড়া উপজেলার জয়পাশার এমদাদুল ইসলাম (২৭)।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত চার যুবক তাদের চার কিশোরী বান্ধবীকে সোমবার সকালে মাধবকুণ্ড ইকোপার্কে বেড়াতে নিয়ে স্থানীয় আবাসিক হোটেল নিরিবিলিতে উঠে। অসামাজিকতার গোপন অভিযোগে দুপুরে ওই হোটেলে পুলিশ অভিযান চালিয়ে চার কিশোরী ও চার যুবককে আটক করে থানায় নিয়ে যায়।
থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, অসামাজিকার অভিযোগে এর আগেও পুলিশ ওই আবাসিক হোটেলে তালা ঝুলিয়েছিল। সোমবার দুপুরে অসামাজিকতার অভিযোগে পুলিশ ওই হোটেলে অভিযান চালিয়ে ৪ যুবককে গ্রেফতার করে আদালতে সোপর্দ করেছে। অপরদিকে আটক ৪ কিশোরীকে তাদের অভিভাবকের জিম্মায় দেয়া হয়েছে।
